উপজেলা মৎস্য বিভাগ একটি সরকারী বিভাগ। এ বিভাগটি উপজেলা পরিষদে ন্যাসত্ম। মৎস্য সম্পর্কিত সম্প্রসারণমূলক কাজ করে থাকে।
বাংলাদেশের সংবিধানের ১৮/(১) অনুচ্ছেদে বলা হয়েছে “জনগণের পুষ্ঠির স্তর উন্নয়ন ও জনস্বাস্থের উন্নতি সাধনকে রাষ্টের অন্যতম প্রাথমিক
কর্তব্য বলে মনে করবে”। রাষ্টিয় এ কর্তব্য পালনে ১৯০৮ সালে মৎস্য অধিদপ্তর সৃষ্টির পর থেকে সরকারের পক্ষে মৎস অধিদপ্তর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নেমৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার ৬০% আমিষের যোগান দেয় মাছ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১২এর তথ্যমতে দেশের জিডিপির ৪.৩৯%, মোট কৃষি আয়ের ২২.৭৬%, রপ্তানি আয়ের ২.৪৬% আসে মৎস্য খাত থেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস